1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল–পটুয়াখালী ২৩০ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণের চেক জার্মান অর্থনীতি ২০২৬ সালে মৃদু বৃদ্ধির সম্মুখীন, বিশ্ব বাণিজ্য স্থবিরতার কারণে: আইডব্লিউ ইনস্টিটিউট সিরিয়ার অর্থনীতি বৃদ্ধির গতি ত্বরান্বিত, শরণার্থীরা ফিরে আসছে: কেন্দ্রীয় ব্যাংক প্রধান AMD প্রধান বললেন, চীনে AI চিপ পরিবহনে ১৫% কর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি ভারতীয় ONGC রক্ষার পথে রাখছে রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% অংশীদারিত্ব লেবানন প্রেসিডেন্ট: সিজফায়ার আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি আক্রমণ বন্ধ করা পূর্ব এশিয়ায় চীনের সর্ববৃহৎ সামরিক মোতায়েনে তাইওয়ান ও জাপানের উদ্বেগ  ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী পটুয়াখালীতে আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ি উদ্ধার

মৌলভীবাজারে চাষীদের জনপ্রিয় ব্রি-৭৫ জাতের ধান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা এলাকায় দিন যত গড়াচ্ছে কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ব্রি ৭৫ জাতের ধান। স্বল্প জীবনকালের এই সুগন্ধি যুক্ত চিকন আকারের ধান উৎপাদনে সারের খরচও লাগে কম। ২০ শতাংশ কম সার ব্যবহার করেই ফলানো যায় এই জাতের ধান। আর তাই দিনকে দিন এই ব্রি ৭৫ জাতের ধান চাষে ঝুঁকছেন বাজরাকোনা এলাকার কৃষকরা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ৭৫ জাতের ধান একটি স্বল্প জীবনকাল সম্পন্ন ধান। এ ধান সুগন্ধি আর ধানের চাল আকারে বেশ চিকন। এই ধানের চাল থেকে ভাত হয় ঝরঝরে। সুগন্ধি ও চিকন জাতের এ ধান বাজারে বেশি দামে বিক্রি হয়। তাই কৃষকদের এ ধান চাষাবাদ করে লাভবান হবার সুযোগ থাকে অন্য ধানের তুলনায় বেশি। তাছাড়া, স্বল্প সময়ে চাষাবাদ করা যায় বলে এ ধান কাটার পর কৃষক রবি শস্যও চাষ করতে পারেন।

বাজরাকোনা এলাকার কৃষক শামসুল আলম ও শিবলু মিয়া। তাঁরা দুই জনই নিজেদের জমিতে ব্রি ৭৫ জাতের এ ধান লাগিয়েছেন। এই দুই কৃষক জানান, আমন মৌসুমের একমাত্র সুগন্ধি চাল এটি। ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ ও সহায়তা নিয়ে আমরা ব্রি ৭৫ ধান চাষ করছি। উচ্চফলনশীল এ ধান চাষে সার খরচ হয় ২০ ভাগ কম। পাশাপাশি একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করা যায়। তাই আমাদের মতো অন্য কৃষকরাও এখন এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী মৌসুমে আমরা আরও বেশি করে এ ধান চাষ করবো।

স্বল্প জীবনকাল সম্পন্ন ও আগাম জাতের এ ধান চাষাবাদ করে কৃষক ২ ফসলী জমিকে ৩ ফসলী এবং ৩ ফসলী জমিকে ৪ ফসলী জমিতে রূপান্তর করা যায়। মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের কৃষকরা এরিমধ্যে ব্রি ৭৫ জাতের এ সুগন্ধি ধান চাষ করতে শুরু করেছেন। বৃদ্ধি পাচ্ছে এ ধান চাষে কৃষকদের আগ্রহের সংখ্যাও বেড়ে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট