1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

চিকিৎসক একজন রোগীর স্বজন এর পেটে লাথি মারার অভিযোগ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

রংপুর ধাপ এলাকায় অবস্থিত রক্ত চোষা পপুলার ডায়াগনস্টিক সেন্টার।
ডাঃ সুকুমার মজুমদারের বিরুদ্ধে রোগীর স্বজনকে পেটে লাথি দিয়ে ঘার ধাক্কার অভিযোগ।

চার জুলাই বৃহস্পতিবার বিকাল ৪, ৩০ মিনিট এর দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ রংপুর ইউনিট-২ এর ৪০৪ নম্বর কক্ষে এ লজ্জা জনক ঘটনার জন্মহয়
ডাঃ সুকুমার মজুমদার, সরকারি,
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেইন, নার্ভ, স্পাইন ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, নিউরাে মেডিসিন বিভাগে কর্মরত আছেন এ কসাই বেয়াদব ডাক্তার,

রোগীর স্বজনরা জানান, স্ট্রোকের সমস্যা নিয়ে অ্যাম্বুলেন্সযোগে সাবেদুল ইসলাম নামের এক রোগীকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থেকে উন্নত চিকিৎসার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ রংপুর ইউনিট-২ এ নিয়ে আসেন রোগীর ভাগনে মোঃ রাজু ইসলাম।
রোগীর স্বজন সালমা বেগম অভিযোগ করেন, গত ২/৩ দিন ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর হটলাইনে একাধিক বার কল দিলেও রিসিভ করা হয়নি।
রোগীর অবস্থা খারাপ হওয়ায় আমরা এ্যাম্বুলেন্স যোগে নিয়ে আসি এখানে। পরবর্তীতে চেম্বারে থাকা ডক্টরের সহোযোগি এসিসটেন্ট দালাল বলে সিরিয়াল ছাড়া কোনক্রমেই রোগী দেখা যাবে না বা ডক্টরের নিকট সাক্ষাৎ করাও যাবে না।
অন্যদিকে সালমা বেগম জানান, ডক্টর দেখাতে এসে ডক্টর ভিজিট ৮০০ টাকা ও সিরিয়াল আগিয়ে দেওয়া বাবদ অবৈধ ১০০০ টাকা নিয়ে ডক্টর দেখাতে হয়। আজ রোগীর অবস্থা খুবই খারাপ হওয়ায় তারা সিরিয়ালের আগে রোগী দেখার জন্য অনুরোধ করেন এক হাজার টাকা ও দালাল কে দেন,তাও কোনভাবেই রোগীকে আগে দেখাবেন না এবং আমাকেও ডক্টরের নিকট সাক্ষাৎ করতে দিবেন না ডক্টরের সহযোগি।
পরক্ষণে আরো এক হাজার টাকা দাবি করে, পরে জিম্মি করে আমাদের এ দিকে রোগীর ও অবস্থা ভয়াবহ
আমি তাদের থেকে জোর করে ডাঃ সুকুমার মজুমদার এর ৬০৪ নম্বর রুমে ঢুকলে ডাঃ সুকুমার মজুমদার আমাকে রুমে অবস্থান করার সাথে সাথে আরো রোগী ও তাদের স্বজনদের সামনে আমাকে পেটে লাঠি দেয় ও ধাক্কা মারেন।

একজন চিকিৎসক হয়ে তিনি একজন মেয়ে মানুষের গায়ে হাত তুলেন এবং পেটে লাঠি মারেন এটা কখনোই মেনে নেওয়ার মতো না। তার মায়ের পেটে কি তিনি ছিলেন না। তিনি আমার রোগীকে না দেখুক তিনি আমাকে বলতে পারতেন কিন্তু তিনি তা না করে উল্টো আমার সমস্যা বা রোগীর সমস্যা কি ভালো মন্দ কোন কিছুই জিজ্ঞেসাবাদ না করেই আমার উপর অসৌজন্যমূলক আচরণ করেন। আমি তার উপযুক্ত বিচার চাই। এবিষয়ে ডাঃ সুকুমার মজুমদার সাংবাদিকদের জানান, রোগী সাবেদুল ইসলাম এর স্বজনরা চেম্বারের সামনে ঘন্টাখানিক ধরে ঝামেলা সৃষ্টি করছেন তাই রাগের মাথায় রোগীর স্বজন সালমা বেগমকে আস্তে করে ধাক্কা দিয়ে সড়িয়ে দিয়েছি কিন্তু পেটে লাঠি মেরেছি কথাটি মিথ্যা। মানুষ মাত্রই ভূল আমার এটি ঠিক হয়নি আমি সবার কাছে আমার ভূল স্বীকার করতেছি। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসা অনান্য রুগিরা জানান, প্রতিষ্ঠানের হটলাইনে একেক অধিকবার কল দিয়ে ও সিরিয়াল দিতে পাচ্ছি না, কেউ কেউ ৩/৪ ধরে এসে রোগী দেখাতে না পেরে ঘুরে যাচ্ছেন। অপরদিকে টাকা নিয়ে সিরিয়াল নিচ্ছেন। যেখানে ডক্টর এর ভিজিট বা ফি হলো ৮০০ তাদের সিরিয়ালের জন্যই আলাদা দিতে হয় ১০০০ টাকা,সবখানেই দূর্নীতি। এসব দেখার মতো কেউ নাই আজ দেশে রোগী ও রোগীর লোকজন তাদের কাছে জিম্মি আমরা প্রশাসন ও কতৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
এবং বাঙালি জাতির অভিভাবক দেশনেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি চিকিৎসা ক্ষাত দুর্নীতিমুক্ত করুন , সাধারণ জনগণের চিকিৎসা খাতকে দুর্নীতি মুক্ত করুন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 18 কোটি বাঙালির দাবি বাংলাদেশের চিকিৎসার মানকে আরো উন্নত করুন, এবং দুর্নীতি ও দালাল মুক্ত সরকারি হাসপাতালগুলোকে সাধারণ জনগণের সেবার মান নিশ্চিত করুন।
এবং এ রকম ডাক্তার নামক বেয়াদব কসাই গুলো কে সরকারি হাসপাতাল থেকে চাকরি চুতো করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট