1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

দশমিনায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন, শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবিতে পটুয়াখালীর দশমিনায় বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে নিরীহ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “স্বাধীন দেশে সরকারি-বেসরকারি শব্দটি কেন থাকবে? জুলাই আন্দোলন ছিল বৈষম্যবিরোধী আন্দোলন, অথচ এখনো আমরা বৈষম্যের শিকার।”

তারা আরও বলেন, “ন্যায্য দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনী আমাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে। এতে বহু শিক্ষক রক্তাক্ত হয়েছেন। জাতি গঠনের কারিগরদের এভাবে অপমান করা সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না।”

মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়, যতদিন যৌক্তিক দাবি পূরণ না হবে, ততদিন উপজেলার সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন ড. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহবর হোসেন, আউলিয়াপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, বড়গেপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া, বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বশার রিন্টুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট