1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল–পটুয়াখালী ২৩০ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণের চেক জার্মান অর্থনীতি ২০২৬ সালে মৃদু বৃদ্ধির সম্মুখীন, বিশ্ব বাণিজ্য স্থবিরতার কারণে: আইডব্লিউ ইনস্টিটিউট সিরিয়ার অর্থনীতি বৃদ্ধির গতি ত্বরান্বিত, শরণার্থীরা ফিরে আসছে: কেন্দ্রীয় ব্যাংক প্রধান AMD প্রধান বললেন, চীনে AI চিপ পরিবহনে ১৫% কর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি ভারতীয় ONGC রক্ষার পথে রাখছে রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% অংশীদারিত্ব লেবানন প্রেসিডেন্ট: সিজফায়ার আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি আক্রমণ বন্ধ করা পূর্ব এশিয়ায় চীনের সর্ববৃহৎ সামরিক মোতায়েনে তাইওয়ান ও জাপানের উদ্বেগ  ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী পটুয়াখালীতে আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ি উদ্ধার

অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে — বিচারপতি জেবিএম হাসান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, “পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত। এখানে বর্তমানে সিভিল কোর্টে ৫ হাজার ৬০০টি এবং ম্যাজিস্ট্রেসিতে ২ হাজার ১০০টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও কলাপাড়ায় রয়েছে সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই অচিরেই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করা জরুরি।

শনিবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ।

বিচারপতি জেবিএম হাসান আরও বলেন, “কলাপাড়ার আদালতকে দেশের অন্যান্য চৌকি আদালতের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। এখানকার ভৌগোলিক অবস্থান, বন্দর কার্যক্রম এবং জটিল মামলার পরিমাণ বিবেচনায় এর জন্য আলাদা গুরুত্ব প্রাপ্য। বন্দর ও বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় কার্যকর বিচারিক কাঠামো অপরিহার্য।”

তিনি আরও বলেন, “বিচারক ও আইনজীবী একই পাখির দুই ডানা — এই দুই পক্ষের পারস্পরিক সমন্বয়েই সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে পারে।”

এর আগে তিনি কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন করেন এবং বার ভবনে পৌঁছালে আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান, এবং চৌকি আদালতের আইনজীবীরা।

এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট