1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
“জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, কোনো মার্কা নয়”—পটুয়াখালীতে এ্যাড. মহসীন ভোলার ব্যাংকের হাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন র‌্যাবের জালে আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র-কার জব্দ ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, নারী নিহত, আহত ৩০ ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক জামাল উদ্দিনের মৃত্যু, শোকে স্তব্ধ শিক্ষাপরিবার দশমিনার দিঘিতে শারদীয় নৌকা বাইচ: ৫০ বছরের ঐতিহ্যে জমজমাট অনুষ্ঠান গলাচিপার ছাত্রশিবির সভাপতি ফোরকান আহম্মেদ জিসান এবার যোগ দিলেন ছাত্রদলে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার: এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন বর্জন

বাউফলে ছাত্রদল নেতা ফাহাদের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পৌরশহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল পৌরশহরের পাবলিক মাঠ, মুক্ত মঞ্চ এবং আশপাশের সড়কগুলোতে এ কর্মসূচি পরিচালিত হয়। ছাত্রদল নেতাকর্মীরা একযোগে ময়লা-আবর্জনা পরিষ্কার করে এলাকা পরিচ্ছন্ন করেন।

কর্মসূচি চলাকালে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “জনভোগান্তি এড়াতে র‍্যালি বা শোডাউনের পরিবর্তে আমরা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চাই। রাজনীতি শুধু শোডাউন বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজকল্যাণ ও পরিবেশ রক্ষায় বাস্তব উদ্যোগ গ্রহণও রাজনীতির অংশ।” তিনি আরও যোগ করেন, “পরিবেশ পরিষ্কার রাখা মানুষের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজন করে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়তউল্লাহ সৈকত, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, কেশবপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাকিব হোসেন, নওমালা আব্দুর রশিদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পাভেল, সাধারণ সম্পাদক মো. কবির, পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজিদ হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. অন্তরসহ আরও অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট