জাতীয় পার্টি (বিজেপি) এবং এর অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক পার্টির বিরুদ্ধে অপপ্রচার, দলীয় সভায় বাধা এবং ফ্যাসিস্ট পুনর্বাসনের অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শ্রমিক পার্টি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদরের বাপ্তা শ্রমিক পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জামাল উদ্দিন চকেট।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত জাতীয় পার্টি। কিন্তু দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে দলকে। প্রতিপক্ষ একটি দল জাতীয় পার্টি এবং শ্রমিক পার্টির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া, আমার নিজের নামেও ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে। জাতীয় পার্টি কখনোই ফ্যাসিস্ট পুনর্বাসন করেনি। বরং তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে।
তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া কারও নামে মিথ্যা অপবাদ ছড়ানো একটি অপরাধ। তাই এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. শাহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।