ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
শহিদুল ইসলাম দুলালের বিরুদ্ধে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) অপপ্রচার ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা ও মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডে যুবদল নেতা শহিদুল ইসলাম দুলালের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমার এলাকার একটি কু-চক্রি মহল আমাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে।
বিগত দিনে এ কু-চক্রী মহল আমাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রের জাল বুনতে থাকে।
এ কু-চক্রি মহলটি আমার পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অপ-প্রচারে লিপ্ত রয়েছে। এসব অপ-প্রচারে বিভ্রান্ত না হতে সকলের কাছে অনুরোধ জানান তিনি। এবং তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে একটি স্যাটেলাইল টিভি চ্যানেলে ও সামাজিক যোগাযোগে যে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছে, আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়গুলো বানোয়াট ও ভিত্তিহীন।
অন্যদিকে তিনি তার পরিবারের সদস্যদের উপর হামলাকারী তরিকুল ইসলান মিলন, ফারুক, আরিফুর রহমান মঞ্জু, মন্টু, নুরুননবী সেন্টুসহ সকল আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংবাদ সম্মেলনে দাবী জানান।