ভোলর লালমোহন জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মোঃ দেলোয়ার হোসেন নশু নামের এক আসামী কে আটক করা।
বুধবার রাতে উপজেলর ধলীগৌরনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইকবাল হোসেন জানান, লালমোহন উপজেলা ধলীগৌরনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের চর কালাচাঁদ রশিদ বেপারী বাড়ির সামনের তেতুলিয়া নদীর খনন কাজে চাঁদার জন্য বাঁধা দেওয়া নিয়ে ঠিকাদার আবুল কালাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় ১ই জানুয়ারী একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় দুই আসামী কে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেখানে ধলীগৌরনগর পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নশু সহ কয়েকজনের নাম আসে, তখন গোপন সংবাদ ভিত্তিতে, লালমোহন থানা পুলিশ এবং আমাদের জেলা গোয়েন্দা পুলিশের টিম তাকে আটক করে।
লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, ১ই জানুয়ারি লালমোহন থানায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আদায় করা হয়েছে, ওই মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। সেই মামলায় ধলীগৌরনগর ইউনিয়নের পশ্চিম শাখার বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নশু কে আটক করা।