ভেলায় উদ্যোক্তা পর্যায়ে অনলাইন মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরএমটিপি) আওতায় সোমবার দিনব্যাপী এই প্রশিক্ষণ জিজেইউএস-এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ডা. খলিলুর রহমান।
প্রশিক্ষণে উদ্যোক্তা পর্যায়ে অনলাইন মার্কেটিং-এর গুরুত্ব এবং কীভাবে অনলাইন মার্কেটিং-এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে অনলাইনে সফল হওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।