1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

মৌলভীবাজার বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য গাজী মারুফের জানাযা সম্পন্ন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত সোমবার (৬ই জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের বরাতে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর আজ বুধবার (৮ই জানুয়ারি) সকাল ১১টায় নামাজের জানাযা শেষে দুপুর ২টার দিকে উপস্থিত মেহমানদের শিরনি খাওয়ানো হয়।
জানাযা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দল মত নির্বিশেষে শেষ দেখা দেখতে ও নামাজে সরিক হন।

তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় রাজনৈতিক জীবনে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে আছে।
উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির
সিলেট বিভিগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক মিফতা সিদ্দিকী,জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল করিম ময়ূন, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্যে জাতীয়তাবাদী ফেডারেল কমিটি ও শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অন্যতম আহ্বায়ক পৌরসভার সাবেক তিন বারের কাউন্সিলর সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নামাজের জানাযাতে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট