1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ এর নামে ডাক্তার পরিচয়ে প্রতারণা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতির বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের উদাসীনতা বরিশালে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ গ্রেফতার: ব্যবসায়ী পরিবারকে হুমকি ও চাঁদাবাজির অ*ভিযোগ পটুয়াখালীর বৌদ্ধবিহারগুলোতে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা গলাচিপায় র‌্যাবের অভিযানে এক টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানিকে জরিমানা ঢাকা-বরিশাল নৌপথে ফিরছে ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’ বিসিবির পরিচালক পদে জয়ী যারা — নিশ্চিত হলো নির্বাচনের ফলাফল ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ৫০ হাজার এনএসসি কোটা থেকে বিসিবির নতুন পরিচালক ইসফাক-ইয়াসির, শেষ হলো বহুল আলোচিত নির্বাচন ভোলায় প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট জেলেরা, নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভোলায় চরফ্যাশনে ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ২ 

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

 

 

উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নং চর  আফজাল গ্রামে ১৫ নভেম্বর শুক্রবার ভোররাত  পাঁচটার দিকে ধান সিদ্ধ করার ব্রয়লার  বিস্ফোরণের  ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত হয়েছেন ব্রয়লারে কর্মরত শ্রমিক ৩০ বছর বয়সী মো: আল-আমিন। এছাড়াও আহত হয়েছেন নিহতের সহধর ভাই   ২৭ বছর বয়সী ফিরোজ ও ব্রয়লার মিল মালিক মনির।

নিহত আল আমিন চর আফজাল গ্রামের  মৃত  জলিল মাঝির ছেলে। নিহত আল আমিন এর দুই কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায় গত তিন দিন হয়েছে চুল্লি টি তৈরি করা হয়েছে। ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে।

মিল মালিক আহত মনিরের স্ত্রী ও স্থানীয়রা  জানান ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

স্থানীয়রা আহতদের চরফ্যাশন সদর হাসপাতালে নিলে তিনজনের মধ্যে আল-আমিন কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে নিহতের ভাই  ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়, মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের ভয়াবহতার চিত্র দেখা যায় ব্রয়লারের ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরো দেখে।

বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লির পাইপ দুর্ঘটনা স্থল থেকে অন্তত ৪-৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে, ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে।

এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনা স্থলজুড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দেখা গেছে স্থানীয় গণ্যমান্যদেরও।

মাদ্রাজ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জানান দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছেন, নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে দোষারোপ বা কোন দাবি না থাকায়  পুলিশকে অনুরোধ করেছেন বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে  লাশ হস্তান্তরের জন্য।

নাম না প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানিয়েছেন মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে নিজের পরামর্শে  তৈরি করিয়েছেন ধান সেদ্ধ করার ব্রয়লারের চুল্লি। যেখানে ছিল না কোন বিজ্ঞানসম্মত ব্যবস্থা। যার কারনেই ঘটেছে এ ভয়াবহ দুর্ঘটনা।

বিস্ফোরণের ঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহত বা আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট