1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চীনের ছোট ব্যাঙ্কগুলোর একীভূতকরণ খাতকে সংকুচিত করছে কিন্তু আর্থিক ঝুঁকি বাড়িয়ে তুলছে কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটরদের কর্মবিরতি কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এডভোকেট জিয়াকে আহ্বায়ক ও শরিফকে সদস্য সচিব করে ভোলা জেলা এনসিপি’র ৭৪ সদস্য আহ্বায়ক কমিটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত কুলাউড়ায় ওয়াকফকৃত পুকুরে মাটি ভরাটের চেষ্টা; ইউএনও হস্তক্ষেপে বন্ধ

ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে শিক্ষক শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কোচিংয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ও মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরীসহ ফোর্স অভিযান পরিচালনা করে পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে শনিবার আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার মামলা নং-৩০ (০৯) ২৪-এর এজাহারনামীয় আসামী গোপেন্দ্র চন্দ্র শর্মা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের মৃত শ্যামা চরন শর্মার ছেলে। তার স্থায়ী ঠিকানা চুনারুঘাটে হলেও বর্তমানে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে বসবাস করছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপেন্দ্র চন্দ্র শর্মা কোচিংয়ে ছাত্রীদের পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে যৌন হয়রানী করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শনিবার মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে শহরের কলেজ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯শে সেপ্টেম্বর) আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন প্রাক্তন শিক্ষক ছিলেন। ২০১৪ সালে উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। ওই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে এক মাস জেল হাজতে প্রেরণ করার শাস্তি দেয়া হয়েছিল।

গত একবছর পূর্বে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ (ডাক বাংলা পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং সেন্টার একাডেমী’ চালু করেন তিনি। কোচিং-এ ছাত্রীদের পড়ানোর আড়ালে গত এক বছর থেকে থেকে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট