1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
চর কুকরি-মুকরিতে স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা শুরু কাউয়াদীঘি হাওর পাড়ের কৃষকদের চিন্তার ভাঁজ শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বড়লেখা ছাত্রশিবিরের বিক্ষোভ শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ কোরিয়া এআই নিয়ন্ত্রণে যুগান্তকারী আইন চালু করেছে, স্টার্টআপগুলি সম্মতি বোঝা নিয়ে উদ্বিগ্ন ফিলিপাইনস মিয়ানমারের রাজনৈতিক ও জাতিগত গোষ্ঠীগুলিকে ‘স্টেকহোল্ডার মিটিং’-এ স্বাগত জানিয়েছে

মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ‘বডি অন’ ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নতুন সংযোজন হিসেবে “বডি অন” ক্যামেরা বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হিলালপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বডি অন’ ক্যামেরার মহড়া ও কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, “জেলায় ৫৫৪টি কেন্দ্র। কেন্দ্রগুলোর ঝুঁকি আমরা যাচাই করছি। সেই অনুপাতেই আমরা নিরাপত্তা কথা বিবেচনায় রেখে জোরদার করব। এবার ভোট কেন্দ্রগুলোতে থাকবে অনলাইন ‘বডি অন’ ক্যামেরা। এই ক্যামেরার কাজ হচ্ছে তাৎক্ষণিক দৃশ্যপট ধারণ ও রেকর্ড করা। এটি যে এলাকায় থাকুক না কেন তা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। যেখানেই কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবে সেখান থেকেই আমরা দেখে দ্রুত ব্যবস্থা নিতে পারব।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা বলেন, জেলার ব্যাপি প্রায় ২৭৯৯ বর্গকিলোমিটার। সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে মোট জনসংখ্যা ২১ লাখ ২২ হাজার ৭০৩ জন। এর মধ্যে পাঁচ উপজেলায় সীমান্তবর্তী এলাকা রয়েছে। জেলার ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন।

“ভোট কেন্দ্রগুলোকে আমরা সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা অনুযায়ী তথ্য ভিত্তিক চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করব। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আামরা একাধিক ‘বডি অন’ ক্যামেরা রাখব।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বডি অন’ ক্যামেরার মাধ্যমে একযোগে পুলিশ সদরদপ্তর, বিভাগীয় ডিআইজি কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “এবারের ভোটকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সুন্দর, শান্তিপূর্ণ গ্ৰহনযোগ্য ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করছি।”

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্র দফায় দফায় পরিদর্শন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট