1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

পটুয়াখালীতে শুরু হলো ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়” – এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫। জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা তাদের হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং বিসিকের সরকারি মহাব্যবস্থাপক মো. আলমগীর শিকদার।

মেলায় প্রায় ১০০টি স্টলে পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, পাটজাত পণ্য, মৃৎশিল্পের সামগ্রীসহ নানা ধরনের দেশি-বিদেশি মানের হস্ত ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। উদ্বোধনের প্রথম দিন থেকেই প্রতিটি স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনে নিচ্ছেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট