
পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে সংঘর্ষে মফিজুল ইসলাম হত্যার ঘটনায় অন্যতম পলাতক আসামি অলি শিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে শনিবার (৩ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অলি শিকদার (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার পাজাখালী গ্রামের মৃত তাহের শিকদারের ছেলে।
র্যাব জানায়, লোহালিয়া পালপাড়া বাজার ইজারা নিয়ে বিরোধের জেরে মফিজুল ইসলাম (ডাকনাম মাসুদ) হত্যাকাণ্ডটি ঘটে। মামলার বাদী আকলিমা বেগমের ছেলে মফিজুল স্থানীয় একটি নারী ও শিশু নির্যাতন মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলার আসামি সোহাগ মাঝি ও তার সহযোগীরা প্রতিশোধ নিতে পূর্বপরিকল্পিতভাবে মফিজুলের ওপর হামলা চালায়।
ঘটনার দিন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে লোহালিয়া পালপাড়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে সোহাগ মাঝি ও অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মফিজুলের ওপর অতর্কিত হামলা চালায়। রামদার কোপে তার মাথার খুলি ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা মফিজুলের কাছে থাকা ৬৫ হাজার টাকা, প্রায় ৬০ হাজার টাকার একটি মোবাইল ফোন লুট করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পুলিশের ওপরও আক্রমণ চালায় এবং মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মফিজুলসহ আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর মফিজুলের মা আকলিমা বেগম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অলি শিকদারসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
গ্রেপ্তার অলি শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।