1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল থেকে বিএনপির ১৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা: শরিকদের জন্য ৬৩ আসন খালি রাখছে দলটি পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ, ৬ চালককে জরিমানা ভোলার ইলিশায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার হামাস হস্তান্তর করল তিনজনের কঙ্কাল, গাজায় এয়ারস্ট্রাইক-এ নিহত একজন OPEC+ ডিসেম্বরের জন্য তেল উৎপাদন বাড়াল, ২০২৬ সালের প্রথম তিন মাস স্থগিত নাইজেরিয়া জানাল, যুক্তরাষ্ট্রের সাহায্য স্বাগত, তবে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলা ঠেকাতে সেনা পাঠানো বা বিমান হামলার হুমকি ট্রাম্পের চীনে রুশ প্রধানমন্ত্রী মিশুস্তিনের সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলছে মস্কো

 ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তুয়াপসে বন্দরে তেল ট্যাঙ্কারে আগুন, অবকাঠামো ক্ষতিগ্রস্ত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের তুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় একটি তেলবাহী ট্যাঙ্কার ও তেল টার্মিনালের অবকাঠামোতে আগুন লাগে। রোববার (২ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এ হামলায় বন্দরের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ক্রাসনোদার অঞ্চলের প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ইউক্রেনের ড্রোন হামলায় তুয়াপসে বন্দরে রসনেফট (Rosneft) নিয়ন্ত্রিত তেল টার্মিনালের একটি ট্যাঙ্কারের ডেকে বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে থাকা ক্রু সদস্যদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

ক্রাসনোদার প্রশাসন টেলিগ্রামে এক বার্তায় জানায়, “অচেনা ড্রোনের ধ্বংসাবশেষ ট্যাঙ্কারের উপর পড়ে ডেকের উপরের অংশে ক্ষতি করে। এরপরই আগুন ধরে যায়।”

তুয়াপসে বন্দর রাশিয়ার দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র, যেখান থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি বিদেশে পাঠানো হয়। হামলার আগে দিনই বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছিল, নভেম্বর মাসে এখান থেকে তেল রপ্তানি বাড়ানো হবে। ফলে এই হামলা রপ্তানি প্রবাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের তথ্যানুসারে, হামলায় বন্দরের ভবনসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টার্মিনালটি এখনো সচল কিনা তা নিশ্চিত করা যায়নি।

রুশ ও ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়ানো ছবিতে রাতে বন্দরে আগুনে জ্বলতে থাকা ট্যাঙ্কার ও স্থাপনার দৃশ্য দেখা গেছে, যদিও রয়টার্স এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য আসেনি, আর ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্রও এখনও স্পষ্ট নয়।

রিপোর্টে বলা হয়েছে, কিয়েভ সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগার, ডিপো ও পাইপলাইনে হামলা বাড়িয়েছে—রুশ সেনাবাহিনীর জ্বালানি সরবরাহ ও লজিস্টিক ব্যাহত করার কৌশল হিসেবে। ইউক্রেন বলছে, এটি রাশিয়ার বিদ্যুৎ অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার “প্রত্যুত্তর অভিযান।”

এছাড়া, পতিত ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বন্দরের পাশের সসনোভই গ্রামে একটি আবাসিক ভবনে পড়ে ক্ষতি করেছে। কেউ হতাহত না হলেও তুয়াপসের রেলস্টেশনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট