যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় শানডং প্রদেশের রিজাও তেল টার্মিনাল অন্তর্ভুক্ত হতেই চীনের রাষ্ট্রায়ত্ত শোধনা গোষ্ঠী সিনোপেক তড়িঘড়ি একটি সুপারট্যাংকারের গন্তব্য পরিবর্ত করেছে এবং কয়েকটি কারখানাকে কাঁচা তেল প্রক্রিয়াকরণ হার কমাতে বলেছে। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ২০ লাখ ব্যারেল ধারণক্ষমতার ‘নিউ ভিস্টা’ জাহাজটি আবু ধাবির আপার জাকুম ক্রুড নিয়ে রবিবার রিজাও বন্দরের পরিবর্তে নিংবো-ঝৌশানে পৌঁছাবে ১৫ অক্টোবর।
গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ রিজাও শিহুয়া ক্রুড অয়েল টার্মিনালসহ একগুচ্ছ জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, কারণ এ টার্মিনালটি ইরানি তেল বহনকারী নিষিদ্ধ ট্যাংকার থেকে অপরিশোধিত তেল গ্রহণ করেছে বলে অভিযোগ। টার্মিনালটির ৫০ শতাংশ মালিকানা সিনোপেকের লজিস্টিক্স ইউনিটের। শিল্প-বিশ্লেষকদের মতে, সিনোপেকের আমদানিকৃত কাঁচা তেলের পঞ্চমাংশ এখান দিয়ে প্রবেশ করে।
চীনা পরামর্শক সংস্থা জেএলসি শনিবার জানায়, অক্টোবর মাসে সিনোপেকের গড় রিফাইনিং রেট আগের পরিকল্পনার চেয়ে ৩.৩৬ শতাংশ কমে দৈনিক প্রায় ৫১.৬ লাখ ব্যারেলে নেমে আসতে পারে। সিনোপেক বা এর ট্রেডিং শাখা ইউনিপেক এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।