
পটুয়াখালীর বাউফলে ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) নামে দুই শিশু নিখোঁজ হওয়ার ৫৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার (১২ অক্টোবর) দুপুরে খেলতে বের হওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং পুলিশসহ স্বজনরা পৃথকভাবে খোঁজ চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ নিরব চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত একই গ্রামের কবির জোমাদ্দারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে তারা একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘসময় পেরিয়ে গেলেও আর ফেরেনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নটি চারদিক নদী দিয়ে বেষ্টিত এবং মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে শিশু দুজনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্বজনরা সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি ও পরিচিত স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “তদন্তে জানা গেছে, দুই শিশু চন্দ্রদ্বীপ থেকে খেয়া নৌকায় কালাইয়া ঘাটে আসে। পরে তারা পৌর শহরের পাবলিক মাঠের পাশে চটপটি খেতে দেখা যায়। এরপর তাদের অবস্থান আর জানা যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশা করছি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।”
পুলিশ জানিয়েছে, কেউ শিশু দুজনকে দেখতে পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে—
📞 ০১৭৩৪-২৬৭০১১, ০১৩১৫-৫০৭১৬৭, ০১৭৩৭-২১৯০৬৯।