
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদগুলোতে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৭৪ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর।
পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭৪টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেড)
বেতনের ৭৫% সরকার এবং ২৫% সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রদান করবে।
বিশেষ ছাড়:
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, রিট পিটিশন মামলার ইউডিসি উদ্যোক্তারা যেকোনো বিভাগে এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন।
২২ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনপত্র শুধু ডাকযোগে পাঠানো যাবে। হাতে হাতে বা কুরিয়ার সার্ভিসে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
প্রবেশপত্রের জন্য:
১০ টাকার ডাকটিকিটসহ ১০”x৪.৫” মাপের ফেরত খাম সংযুক্ত করতে হবে।
২৬ অক্টোবর ২০২৫ (অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে)।
যারা বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেছেন, কম্পিউটার চালনায় দক্ষ এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে স্থায়ী চাকরি খুঁজছেন—তাদের জন্য এটি সরকারি নিয়ন্ত্রিত স্থিতিশীল পদে যোগ দেওয়ার ভালো সুযোগ।