মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম. এম. পারভেজের নেতৃত্বে। উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ১০ জন জেলেকে আটক করা হয়; তাদের কাছ থেকে অবৈধ কারেন্ট জালও জব্দ ও ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু ৮ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি ২ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
মৎস্য কর্মকর্তা জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে; আইন অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়। ইতোমধ্যে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।