পটুয়াখালীর গলাচিপায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ পরিবেশ ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে র্যাব-৮, সিপিসি-১ এর একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে সদর রোড এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ‘গোপাল স্টোর’ ও ‘নুপুর স্টোর’ নামে দুটি প্রতিষ্ঠান থেকে মজুদ করা পলিথিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে ২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। দোকানগুলো পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এসব পলিথিন বিক্রি ও মজুদ করছিল।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকানের মালিককে যথাক্রমে ১৫,০০০ ও ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড কার্যকর করা হয় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং-১০) অনুযায়ী।
নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। র্যাব জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এসব পলিথিন নদী, কৃষিজমি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।