পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার প্রধান আসামি কামাল হোসেন (৩৮) কে ভোররাতে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (৪ অক্টোবর) ভোর ৪টায় পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গত ১৪ মার্চ রাত ১১টার দিকে গলাচিপার কপালবেড়া থেকে চাঁদপুরগামী ট্রলারটি বাউফলের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে। ১৫ লাখ টাকার ১০ হাজার পিস তরমুজ লুটসহ পাঁচ কৃষককে পিটিয়ে আহত করা হয়। কৃষক শহিদুল মাতব্বরের দায়ের করা মামলায় কামালকে প্রধান সরদার হিসেবে চিহ্নিত করে র্যাব।
র্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার রাশেদ আহসান জানান, অভিযান অব্যাহত থাকবে, বাকি সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতারকৃত কামালকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।