1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

দুর্গাপূজার মধ্যেও ভারতে গেল ২ ট্রাক ইলিশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতের সঙ্গে চালু রাখা হয়েছে ইলিশ রফতানি প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে দুই ট্রাক ইলিশ। একই দিনে দুই দেশের মধ্যে যাতায়াত করেছে মোট এক হাজার ৫০১ জন পাসপোর্টধারী যাত্রী।

বুধবার (১ অক্টোবর) সকালে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূজার কারণে আমদানি বন্ধ থাকলেও রফতানি খাতে বিশেষ অনুমতিতে ইলিশ পরিবহন চালু রাখা হয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, “গত ৫ আগস্টের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকে নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন।”

বেনাপোল বন্দর মৎস্য ও মাননিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, পূজার ছুটির মধ্যেও তাদের কার্যালয় খোলা রাখা হয়েছে। বিশেষ নির্দেশনায় ইলিশের ট্রাক ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল রুটে দুই দেশের মধ্যে মোট যাতায়াত করে ১ হাজার ৫০১ জন। এর মধ্যে ৮৯১ জন ভারতে প্রবেশ করেন এবং ৬১০ জন বাংলাদেশে ফেরেন। ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি এবং ২৯৫ জন ভারতীয় নাগরিক। ভিসাজনিত জটিলতার কারণে গত ৫ আগস্টের পর থেকে এ রুটে যাত্রী চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পূজাকে কেন্দ্র করে যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি বছরের ২৪ সেপ্টেম্বরের পর থেকে রেলপথে ভারত থেকে কোনো পণ্য আসেনি। এছাড়া গত বছরের ৫ আগস্ট থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট