দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতের সঙ্গে চালু রাখা হয়েছে ইলিশ রফতানি প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে দুই ট্রাক ইলিশ। একই দিনে দুই দেশের মধ্যে যাতায়াত করেছে মোট এক হাজার ৫০১ জন পাসপোর্টধারী যাত্রী।
বুধবার (১ অক্টোবর) সকালে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূজার কারণে আমদানি বন্ধ থাকলেও রফতানি খাতে বিশেষ অনুমতিতে ইলিশ পরিবহন চালু রাখা হয়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, “গত ৫ আগস্টের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকে নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন।”
বেনাপোল বন্দর মৎস্য ও মাননিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, পূজার ছুটির মধ্যেও তাদের কার্যালয় খোলা রাখা হয়েছে। বিশেষ নির্দেশনায় ইলিশের ট্রাক ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল রুটে দুই দেশের মধ্যে মোট যাতায়াত করে ১ হাজার ৫০১ জন। এর মধ্যে ৮৯১ জন ভারতে প্রবেশ করেন এবং ৬১০ জন বাংলাদেশে ফেরেন। ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি এবং ২৯৫ জন ভারতীয় নাগরিক। ভিসাজনিত জটিলতার কারণে গত ৫ আগস্টের পর থেকে এ রুটে যাত্রী চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পূজাকে কেন্দ্র করে যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।
এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি বছরের ২৪ সেপ্টেম্বরের পর থেকে রেলপথে ভারত থেকে কোনো পণ্য আসেনি। এছাড়া গত বছরের ৫ আগস্ট থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।