1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
“জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, কোনো মার্কা নয়”—পটুয়াখালীতে এ্যাড. মহসীন ভোলার ব্যাংকের হাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন র‌্যাবের জালে আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র-কার জব্দ ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, নারী নিহত, আহত ৩০ ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক জামাল উদ্দিনের মৃত্যু, শোকে স্তব্ধ শিক্ষাপরিবার দশমিনার দিঘিতে শারদীয় নৌকা বাইচ: ৫০ বছরের ঐতিহ্যে জমজমাট অনুষ্ঠান গলাচিপার ছাত্রশিবির সভাপতি ফোরকান আহম্মেদ জিসান এবার যোগ দিলেন ছাত্রদলে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার: এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন বর্জন

পটুয়াখালীতে অটোরিকশা চালক রেজাউল হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের অটোরিকশা চালক রেজাউল বয়াতি হত্যার বিচার ও আসামির ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেলে কাশিপুর স্লুইসগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, মানববন্ধনের আগে স্লুইসগেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাশিপুর বাজার প্রদক্ষিণ করে। নিহত রেজাউলের পরিবার—বাবা নুরুল হক বয়াতি, মা সালেহা বেগম, স্ত্রী শিরিন আক্তার, দুই শিশু সন্তান আয়শা ও সিফাত, বড় ভাই ও মামলার বাদী খোকন বয়াতি, বড় ভাবী খাদিজা বেগম, ছোট ভাই রুবেল বয়াতি, মামা রিয়াজ ও নানা চান্দু ফকিরসহ এলাকাবাসী এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুরিয়া জামে মসজিদের ইমাম হাফেজ জাহিদুল ইসলাম, হেলাল বয়াতি, মনির ব্যাপারীসহ স্থানীয়রা। বক্তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ব্যাটারি ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে একই গ্রামের ফায়জুল অটোরিকশা চালক রেজাউলকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ওই দিন রাত সোয়া ২টার দিকে পুলিশ শৌলা এলাকায় রেজাউলের অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়জুলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

৩ সেপ্টেম্বর সকালে লোহালিয়া নদীর জৈনকাঠী সংলগ্ন এলাকা থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়জুলের স্বীকারোক্তির ভিত্তিতে শৌলা গ্রামের আকনবাড়ি জামে মসজিদ থেকে রক্তমাখা ছুরি এবং অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, “এজাহারভুক্ত একমাত্র আসামি ফায়জুলকে গ্রেফতার করা হয়েছে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট