বরগুনার পাথরঘাটা থানার হত্যা চেষ্টা, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামি সুমন শীলকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বরিশালের উজিরপুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮ ব্যাটালিয়ন সদর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে বরিশালগামী সুরভী (এসি) যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমন শীলকে আটক করা হয়। তিনি বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সত্যরঞ্জন শীলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটার সি অ্যান্ড বি বাজারের পাশে আসামিরা দেশীয় অস্ত্র ও অবৈধ বিস্ফোরক নিয়ে ওঁৎ পেতে থাকে। তারা একটি গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে পথরোধ করে এবং মামলার সাক্ষীদের উপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। একই সঙ্গে হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি ভাঙচুর করে ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর বাদী মোহাম্মদ সোলায়মান আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পাথরঘাটা থানায় নথিভুক্ত হয় (মামলা নং-৪, তারিখ ০৪/১০/২০২৪)। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং দ্রুত বিচার আইন যুক্ত করা হয়।
গ্রেপ্তার সুমন শীলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র্যাব।