এলন মাস্ক জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ xAI অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ, অ্যাপ স্টোর র্যাংকিংয়ে পক্ষপাতমূলক আচরণ করে অ্যাপল OpenAI-এর ChatGPT-কে অগ্রাধিকার দিচ্ছে এবং প্রতিযোগিতা সীমিত করছে।
মাস্ক দাবি করেছেন, অ্যাপ স্টোরে অ্যাপ র্যাংকিংয়ের ক্ষেত্রে অ্যাপল ইচ্ছাকৃতভাবে এমন ব্যবস্থা নিয়েছে, যা প্রতিযোগিতামূলক অ্যাপগুলোর দৃশ্যমানতা কমিয়ে দেয় এবং ChatGPT-কে এগিয়ে রাখে। তার মতে, এই আচরণ সরাসরি অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করছে এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে।
এ বিষয়ে এখনও অ্যাপল বা OpenAI কোনো মন্তব্য করেনি। প্রযুক্তি ও আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি প্রযুক্তি শিল্পে বড় ধরনের নজির তৈরি করতে পারে, বিশেষ করে অ্যাপ স্টোর নীতিমালা ও বাজার প্রতিযোগিতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রেক্ষাপটে।