1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

জামায়াতের ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত: ড. শফিকুল ইসলাম মাসুদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলটি ইতোমধ্যে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করেছে। তিনি বলেন, সংস্কার, বিচার ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

সোমবার (১১ আগস্ট) দুপুরে পটুয়াখালীর মল্লিকা রেঁস্তোরা সেন্টারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনের সম্ভাব্য প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।

ড. মাসুদ বলেন, “ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা যেমন প্রশংসনীয় ছিল, তেমনি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা কেন নির্বাচন বিলম্বিত করব? সংস্কার, বিচার এবং সমান প্রতিযোগিতার পরিবেশ ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। এখনো প্রশাসনসহ সরকারি দপ্তরে ফ্যাসিস্টের সমর্থক কর্মকর্তারা রয়েছেন।”

মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর জামায়াতের আমীর আবুল বাশার, সহকারী সেক্রেটারি অধ্যাপক মু. আলমগীর হোসাইন, বাইতুল মাল সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীমসহ স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট