
পটুয়াখালীর দশমিনা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. খবির হোসেনের সন্দেহ ও স্থানীয়দের সহায়তায় ৪৯৬ গ্রাম গাঁজাসহ সোহাগ প্যাদা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে দশমিনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আটক সোহাগ প্যাদা গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম প্যাদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. খবির হোসেন দশমিনা বাজারে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে বেতাগী-সানকিপুর ইউনিয়নের পাগলার মোড় এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে কথা বলতে দেখেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করে সোহাগের কাছ থেকে ৪৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে খবর পেয়ে দশমিনা থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহাগকে গাঁজাসহ আটক করেন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. খবির হোসেন বলেন, “দুই অপরিচিত লোকের আচরণে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তল্লাশি করে সোহাগের কাছে গাঁজা পাই। এরপর তাকে থানায় সোপর্দ করি।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “স্থানীয়দের সহায়তায় সোহাগ প্যাদা নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”