
দক্ষিণ কোরিয়ার উলসান শহরে একটি নিষ্ক্রিয় তাপবিদ্যুৎ কেন্দ্রের বড় কাঠামো ধসে পড়ায় পাঁচজন শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসকাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, উলসান শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার একটি বড় ইস্পাত কাঠামো ধসে পড়ার পর পাঁচজন আটকা পড়ে থাকতে পারেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, বিশাল ইস্পাত কাঠামোটি বেঁকে গিয়ে উল্টে পড়েছে এবং চারদিকে অনুরূপ কাঠামো রয়েছে।
দমকল কর্মকর্তা কিম জং-শিক সাংবাদিকদের জানান, নিষ্ক্রিয় তাপীয় সুবিধাটি ভেঙে ফেলার প্রস্তুতি হিসেবে প্রায় ১০ দিন পর ধ্বংসকাজ শুরু হওয়ার কথা ছিল। শ্রমিকরা কাঠামোর অংশবিশেষ অপসারণের কাজ করছিলেন, ঠিক তখনই এ দুর্ঘটনা ঘটে। প্রথমে দুজনকে দ্রুত উদ্ধার করা হয় এবং পরে ধ্বংসস্তূপ থেকে আরও দুজনকে বের করে আনা সম্ভব হয়েছে।
কিম জং-শিক আরও বলেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। কর্তৃপক্ষ আটকা পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।