1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ, ঐক্যের আহ্বান দুই নেতার ভোলা ২৫০ শয্যা হাসপাতালে অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট: জিম্মি রোগী ও স্বজনরা লোহালিয়া হত্যা মামলার পলাতক আসামি অলি শিকদার র‍্যাবের হাতে গ্রেপ্তার মেয়ে পালিয়ে যাওয়া সহ্য করতে না পেরে অভিমানে মায়ের রেলের নিচে আত্মহত্যা পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরন, মাঠে নামছেন দীপেন দেওয়ান ভোলা-৪ (চরফ্যাশণ-মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন,কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ট্রাম্পের নাইজেরিয়ায় হামলার হুমকি: পেন্টাগনের অগ্রাধিকার নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা নিরসনে অগ্রগতির আভাস মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক অতি বিপন্ন বনরুই ঘিরে আশার আলো

পটুয়াখালীতে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ, ঐক্যের আহ্বান দুই নেতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরই দলীয় ঐক্যের বার্তা নিয়ে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা শহরে স্নেহাংশু সরকার কুট্টির ব্যক্তিগত কার্যালয়ে যান বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। সেখানে দুই নেতা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না ও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।

সাক্ষাৎ শেষে দুই নেতা একযোগে দলের কর্মীদের উদ্দেশে আহ্বান জানান—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভেদ-বিদ্বেষ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার।

এর আগে সকাল ১১টার দিকে পটুয়াখালীর শেরেবাংলা সড়কে নিজ বাসভবন ‘সুরাইয়া ভিলা’-তে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আলতাফ হোসেন চৌধুরী। সেখানে তিনি স্থানীয় রাজনীতি, নির্বাচনী প্রস্তুতি ও দলের কৌশল নিয়ে মতবিনিময় করেন।

এদিকে, দলের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের মতে, ত্যাগী ও অভিজ্ঞ নেতাকে প্রার্থী করায় সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবারই প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেন পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধার নেতৃত্বে আয়োজিত ওই সভায় তিনি দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট