
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাছ বাজার সংলগ্ন একটি বাসা থেকে দেড় ফুটেরও বেশি লম্বা একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আখড়াবাড়ির শান্ত মিয়ার বাসায় সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি একটি নির্বিষ ঘরগিন্নি সাপ।
তিনি আরও বলেন, সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে সংস্থাকে অবহিত করার অনুরোধ করেন। উদ্ধারকৃত সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
এ ধরনের উদ্ধার অভিযান প্রাণী সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।