
বিশ্বখ্যাত চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী চেন নিং ইয়াং শনিবার (১৮ অক্টোবর) বেইজিংয়ে শারীরিক অসুস্থতায় ১০৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে।
১৯২২ সালে চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে জন্মগ্রহণকারী ইয়াং মৌলিক কণার পরিসংখ্যান-বিজ্ঞান ও সিমেট্রি নীতির ক্ষেত্রে অগ্রণী গবেষণার জন্য খ্যাতি অর্জন করেন। ১৯৫৭ সালে তিনি স্বদেশি পদার্থবিজ্ঞানী তুং-ডাও লি-এর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।