ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চর কালি এলাকার শেরেবাংলা বাজার, মাদ্রাসা, মসজিদ, স্কুলসহ প্রায় ৪০ হাজার মানুষের ঘরবাড়ি ও বাগান তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনের হুমকিতে পড়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী শেরেবাংলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। স্থানীয়রা জানান, তেঁতুলিয়া নদীর একটি ছোট শাখা খাল এখন বিশাল নদীতে রূপ নিয়েছে। প্রতিদিনই নদীর পাড় ভাঙছে, এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে। কেউ কেউ অভিযোগ করে বলেন, “নদী ইতোমধ্যে আমাদের তিনবার ভিটেমাটি কেড়ে নিয়েছে।”
মানববন্ধনে বক্তারা বলেন, অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না করলে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও হাজারো মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত নদী তীর রক্ষায় ব্লক ও জিও ব্যাগ ফেলার দাবি জানান।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ জানান, ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজারের কিছু অংশে জিও ব্যাগ ফালানো হয়েছে। এলাকাটির পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।