
পটুয়াখালীর বাউফলে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে আলিব হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের বিলবিলাস বাজারসংলগ্ন নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু আলিব হোসেন সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার সোহাগ হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে আলিব বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখা না গেলে স্বজনরা আশপাশে খোঁজ শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়া এক ব্যক্তি শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় শিশুদের অনিয়ন্ত্রিত খেলাধুলার সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সচেতনতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।