1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল–পটুয়াখালী ২৩০ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণের চেক জার্মান অর্থনীতি ২০২৬ সালে মৃদু বৃদ্ধির সম্মুখীন, বিশ্ব বাণিজ্য স্থবিরতার কারণে: আইডব্লিউ ইনস্টিটিউট সিরিয়ার অর্থনীতি বৃদ্ধির গতি ত্বরান্বিত, শরণার্থীরা ফিরে আসছে: কেন্দ্রীয় ব্যাংক প্রধান AMD প্রধান বললেন, চীনে AI চিপ পরিবহনে ১৫% কর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি ভারতীয় ONGC রক্ষার পথে রাখছে রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% অংশীদারিত্ব লেবানন প্রেসিডেন্ট: সিজফায়ার আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি আক্রমণ বন্ধ করা পূর্ব এশিয়ায় চীনের সর্ববৃহৎ সামরিক মোতায়েনে তাইওয়ান ও জাপানের উদ্বেগ  ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী পটুয়াখালীতে আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ি উদ্ধার

ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ভোলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)”-এর আওতায় চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের কো-অর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) গোলাম রাব্বি। রবিবার (১২ অক্টোবর) তিনি ভোলা সদর উপজেলার বাংকেরহাট এলাকায় অবস্থিত জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (জিইউটিটিআই) পরিদর্শন করে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে বিউটিফিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স—এই চারটি ট্রেডে প্রথম ব্যাচের প্রশিক্ষণ চলছে। মোট ১০০ জন নিবন্ধিত প্রশিক্ষণার্থীর মধ্যে ৩১ জন নারী এবং ৭০ জন অতি দরিদ্র পরিবারের তরুণ-তরুণী অংশ নিচ্ছেন।

এসআইসিআইপি-পিকেএসএফ সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমে শুধু ভোলার নয়, বরং দেশের ১৪টি জেলার তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন—যার মধ্যে রয়েছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, খুলনা, গাজীপুর, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ।

এটি একটি সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে অংশগ্রহণকারীরা শুধু পেশাগত নয়, বরং দলগত কাজ, সময় ব্যবস্থাপনা, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মতো বাস্তব দক্ষতাও শিখছেন।

পরিদর্শন শেষে কো-অর্ডিনেটর গোলাম রাব্বি বলেন,

“পিকেএসএফ দীর্ঘদিন ধরে দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। ভোলার মতো দ্বীপ জেলায় এই উদ্যোগ তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করছে। আমরা চাই, তারা নিজেদের কর্মজীবনে সফল হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখুক।”

ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল বলেন,

“এই প্রশিক্ষণ শুধু পেশাগত নয়, মানবিক মূল্যবোধ, সময়নিষ্ঠতা ও দলগত কাজের চর্চাও গড়ে তুলছে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতের শিল্পখাতে দক্ষ মানবসম্পদ হিসেবে কাজ করতে প্রস্তুত হচ্ছেন।”

দ্বীপজেলা ভোলায় এই প্রকল্প স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ সৃষ্টি করছে। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও কর্মসংস্থান সংযোগ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটটি পরিচালনা করছে জেলার শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), যা পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট