
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ মৌসুমে ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সকাল থেকে তল্লাশি চালালেও তাঁর সন্ধান মেলেনি।
ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাউফলের কালাইয়া ইউনিয়নের আলোকি খাল এলাকায়। নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।
নৌ-পুলিশ জানায়, নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ক্রয় করে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় টহল দল তাঁদের দেখতে পায়। তখন আতঙ্কে রাসেল খান নদীতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে থাকা দুইজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, “ঘটনার পর থেকেই আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ডুবুরি দল সকাল থেকে তল্লাশি চালালেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।”
পুলিশ জানায়, মানবিক কারণে ঘটনাস্থল থেকে পাওয়া মাছ ও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে; কাউকে আটক করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তাঁরা রাসেল খানের নিখোঁজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তাঁকে উদ্ধারের দাবি জানিয়েছেন।