রবিবার (১৩ অক্টোবর) সকালে চরফ্যশন অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন এসডিএফ-এর আঞ্চলিক সমন্বয়ক মোঃ রওনক ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, এসডিএফ-এর আঞ্চলিক অফিসার মোঃ শিরাজুল ইসলাম এবং স্পেশালিস্ট (কো-ম্যানেজমেন্ট) মোঃ আলম মোমেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এসডিএফ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে মোট ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।