
পটুয়াখালী শহরে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার গভীর রাতে শহরের পিডিএস মাঠ এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, লক কাটার, হাতুড়ি এবং অন্যান্য ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে পটুয়াখালী সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।