রাশিয়ার কামচাটকা উপকূলের কাছে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (GFZ)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত কামচাটকা উপদ্বীপে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা সীমিত এলাকায় অনুভূত হলেও সুনামির কোনো আশঙ্কা নেই। তবু সতর্কতামূলকভাবে উপকূলীয় অঞ্চলে জরুরি সেবা সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চল প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার” অঞ্চলে অবস্থিত, যা বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এই অঞ্চলে নিয়মিতভাবে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়ে থাকে।