জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) জলবায়ু নীতি নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, মহাসাগরীয় জাহাজ চলাচলে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পরিকল্পনাকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে তারা ভিসা সীমাবদ্ধতা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান জাতিসংঘের জলবায়ু-সম্পর্কিত নীতিতে নতুন ধরনের চাপ সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটন বলছে, প্রস্তাবিত IMO পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জ্বালানি স্বার্থ ও বাণিজ্যিক প্রতিযোগিতার ক্ষতি করতে পারে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “যেসব দেশ আমাদের সামুদ্রিক শিল্পের ওপর অন্যায্য প্রভাব ফেলতে পারে এমন পদক্ষেপ সমর্থন করবে, তাদের জন্য ভিসা সীমাবদ্ধতা ও লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা বিবেচনা করা হবে।”
IMO-র প্রস্তাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক সমুদ্রবাণিজ্য খাতে কার্বন নির্গমন ন্যূনতম অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনাকে সমর্থন করছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডা, তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা নতুন করে কূটনৈতিক চাপ সৃষ্টি করছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে উত্তেজনা বাড়াতে পারে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ঐক্যকে দুর্বল করবে।