“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” — এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে ভূমিকা রাখা কিশোরীদের সম্মান জানাতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক পটুয়াখালী জেলা সমন্বয়ক নেফাজউদ্দিন। সঞ্চালনা করেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) এস. এম. শরিফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪৯ জন স্বপ্নসারথী কিশোরী অংশ নেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন খলিশাখালীর স্বর্ণা দেবনাথ ও ইটবাড়িয়ার খুকুমনি বেগম।
কর্মসূচির অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ, শিশু পাচার রোধ এবং শিশুদের আইনি সহায়তা প্রাপ্তিতে বিশেষ ভূমিকার জন্য অংশগ্রহণকারী কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ইফফাত আরা জামান উর্মি।
তিনি বলেন, “শিশু বিবাহ শুধু ব্যক্তিজীবনে নয়, পরিবার ও সমাজে দুর্ভোগ ও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি উপস্থিত সবাইকে শিশু সুরক্ষার যেকোনো ঘটনায় হেল্পলাইন ১০৯৮ নম্বরে কল করার আহ্বান জানান।