
“মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) দিনভর পটুয়াখালী সদর উপজেলার নদীতে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার। জেলা মৎস্য অফিসার কামরুল ইসলামের নির্দেশনায় কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্িকিউটিভ ম্যাজিস্ট্রেট তাফসীরুল হক মুন মোবাইল কোর্টে তাদের মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন।
মৎস্য বিভাগ জানায়, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে; নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে।