ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামের এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় নৌকা ও প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।”