স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা “উন্নতির দিকে” বলে জানিয়েছেন চিকিৎসক ও পরিবার। সোমবার (৬ অক্টোবর) হাসপাতালের সিইও ইউসুফ সিদ্দিক জানান, তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন, তবে হৃৎপিণ্ড ও ফুসফুস ৩০ শতাংশ কাজ করছে, অন্য অঙ্গগুলোও সাড়া দিচ্ছে। ভাতিজি শামীমা আক্তার জানান, “চোখ খুলেছেন, কথা বলার চেষ্টাও করছেন।” ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, “গত কয়েক দিনের তুলনায় উন্নতি স্পষ্ট।”
বার্ধক্যজনিত জটিলতা ও পূর্ববর্তী স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ গত ১১ দিন ধরে স্কয়ার হাসপাতালে ভর্তি। ১৯৬৮-৬৯ উত্তাল সময়ে ডাকসুর ভিপি, ৯ বার সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদকে বাঁচাতে চিকিৎসকরা “সর্বোচ্চ চেষ্টা” চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।