রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগের দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কৃষি, নৌ-চলাচল ও নগরবাসীর জন্য আলোকচিত্র-কালো মেঘ ও হঠাৎ দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; নৌযান চালকদের নিরাপদ আশ্রয় ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।