শনিবার রাত সাড়ে ১০টায় ভোলার মনপুরার হাজিরহাট ইউনিয়নের ভূইয়ারহাট স্লুইস গেট এলাকায় মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করছিলেন ইউসুফ মাঝি। উপজেলা মৎস্য অফিসের ১৪ সদস্যের টিম ওই ট্রলার ধাওয়া করে আটক করলে এক থেকে দেড় শ স্থানীয় লোক ইট-পাটকেল ছুড়ে অভিযান টিমে হামলা চালায়। হামলায় ট্রলার-মাঝি শরিফুল ও শহিজল আহত হন; টিমের সদস্যরা অবরুদ্ধ হন। পরে নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ১৪ জনকে উদ্ধার করে। আটক জেলে ইউসুফ মাঝিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও নৌকা ও জাল জব্দ রাখা হয়েছে। মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযাগ দায়ের হয়নি; তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. মনির হোসেন জানান, দুইটি ট্রলার নিয়ে মেঘনায় অভিযান চলছে এবং বাকি আসামিদের আটকে চেষ্টা অব্যাহত আছে।