র্যাব-৮ এর সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ টায় বরগুনার তালতলী বন্দরের কালাচানের মুদি দোকানের সামনে থেকে ডাকাতি মামলার পলাতক আসামি নুর মোহাম্মদ হাওলাদার (৩৪) কে গ্রেফতার করে। সে তালতলী থানার দেনছের আলী হাওলাদারের ছেলে এবং তালতলী-পাড়া এলাকার চিহ্নিত ডাকাত সরদার হিসেবে পরিচিত। গত ২৬ জুলাই দিবাগত রাত ২:৩০ টায় পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মনিকা বেগমের বসতঘরে হানা দিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকা মূল্যের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ডাকাতি করে নুরসহ অজ্ঞাত সহযোগীরা। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
গ্রেফতারের পর নুর মোহাম্মদকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।