দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আমির হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ দল। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারের ‘মামুন স্টোর’ চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত। আমির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ জানায়, আসামি দীর্ঘদিন ধরে ভোলা ও আশপাশ এলাকায় আত্মগোপন করে চায়ের দোকানে কাজ করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে তার সহযোগীদের শনাক্তে।