ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন (৪০) ব্যক্তিগত মোটরসাইকেলে খেয়াঘাট রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। বুধবার বিকেলের দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন; অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তরের পথে বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
হঠাৎ মৃত্যুর খবরে বিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পরিশ্রমী, সৎ ও জনপ্রিয় এই শিক্ষককে হারিয়ে শিক্ষা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ এলাকাবাসী।