ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলি হেলদি আটা-ময়দা-সুজি কারখানার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় এসআই কাউসার সুলতানের নেতৃত্বে অভিযানে হাতুরি, চাকু, চারটি লোহার রড ও একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান (৪২), হাফিজুর রহমান টুকু (৪৭), ইমরান ব্যাপারি (৩৩), ইলিয়াস কাজী (৩৭) ও মনির হোসেন (৪৭) সবাই বিভিন্ন জেলার মূল বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন; তাদের বিরুদ্ধে একাধিক থানায় অপহরণ-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
শুক্রবার সকালে প্রেস ব্রিফিংয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে এবং সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে অপহরণ-ডাকাতিতে সক্রিয় ছিল।